অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন: 'ইচ্ছার বিরুদ্ধে বিয়ে' এড়াতে অস্ট্রেলিয়ায় কী ধরনের সহায়তা পাওয়া যায়?

Bride praying in the attic

Forced marriage most often affects young women and girls, especially those aged 14 to 18. Source: Moment RF / kuroaya/Getty Images

কিছু সংস্কৃতিতে হবু বর বা স্ত্রীর মতামত নিয়ে বিয়ে প্রচলিত, তবে এর সঙ্গে জোরপূর্বক বিয়ের মূল পার্থক্য হলো সম্মতি।কোন পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে প্রায়ই পরিবারের অংশগ্রহণের মাধ্যমে দুই পক্ষই রাজি হয়। কিন্তু জোরপূর্বক বিয়ের ক্ষেত্রে এক বা উভয় পক্ষ স্বাধীনভাবে সম্মতি দেয় না। প্রায়শই এক্ষেত্রে কারণগুলো হচ্ছে হুমকি, জবরদস্তি, প্রতারণা বা ১৬ বছরের নিচে হওয়া, কিংবা মানসিক অক্ষমতা।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • পারিবারিকভাবে বিয়ে এবং জোরপূর্বক বিয়ের মূল পার্থক্য হলো সম্মতি।
  • ২০১৩ সাল থেকে, অস্ট্রেলিয়ায় সংঘটিত যে কোনো জোরপূর্বক বিয়ে কমনওয়েলথ ক্রিমিনাল কোড (Commonwealth Criminal Code)-এর অধীনে অপরাধ হিসেবে গণ্য হয়।
  • ইচ্ছার বিরুদ্ধে বিয়ে যে কাউকে প্রভাবিত করতে পারে, ছোট বা বড়, নারী বা পুরুষ, বিভিন্ন সাংস্কৃতিক বা ধর্মীয় পটভূমির যে কাউকে।
সতর্কতা (Content warning): এই পর্বে জোরপূর্বক বিয়ে (forced marriage) নিয়ে আলোচনা করা হয়েছে। এটি কিছু শ্রোতার জন্য মানসিকভাবে কষ্টকর হতে পারে।

আজ আমরা একটি অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। সেটি হলো ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেয়া বা ফোর্সড ম্যারেজ (forced marriage)।

অনেকের ধারণা এটি শুধু অস্ট্রেলিয়ার বাইরে রক্ষণশীল সমাজে ঘটে, কিন্তু বাস্তবতা হলো এটি এখানেও, অর্থাৎ অস্ট্রেলিয়ায়ও ঘটে। আর এটি বেআইনি।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ২০২৩-২৪ সালে জোরপূর্বক বিয়ের ঘটনার ৯১টি রিপোর্ট পেয়েছে, যা ওই বছরের মোট মানবপাচার ঘটনার প্রায় এক-চতুর্থাংশ।


আপনি এখানে যত দিনই থাকুন না কেন, এটা জানা খুব জরুরি যে আপনার বিয়ে করার বা না করার অধিকার আপনার নিজের।

পারিবারিকভাবে বিয়ে (arranged marriage) এবং জোরপূর্বক (forced marriage) বিয়ের মধ্যে ঠিক কী পার্থক্য ?

আজ আমরা আলোচনা করব, পারিবারিকভাবে বিয়ে বা arranged marriage এবং জোরপূর্বক বিয়ের মধ্যে ঠিক কী পার্থক্য আছে, এবং কোথায় সহায়তা পাওয়া যায় যদি আপনি বা আপনার পরিচিত কেউ এতে প্রভাবিত হন।

যদি আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে বাধ্য করা হয়, মনে রাখবেন এজন্য সহায়তা পাওয়া যায় এবং তা সম্পূর্ণ গোপন রাখা হয়।

কিছু সংস্কৃতিতে হবু বর বা স্ত্রীর মতামত নিয়ে বিয়ে প্রচলিত, তবে এর সঙ্গে জোরপূর্বক বিয়ের মূল পার্থক্য হলো সম্মতি।কোন পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে প্রায়ই পরিবারের অংশগ্রহণের মাধ্যমে দুই পক্ষই রাজি হয়।

কিন্তু জোরপূর্বক বিয়ের ক্ষেত্রে এক বা উভয় পক্ষ স্বাধীনভাবে সম্মতি দেয় না। প্রায়শই এক্ষেত্রে কারণগুলো হচ্ছে হুমকি, জবরদস্তি, প্রতারণা বা ১৬ বছরের নিচে হওয়া, কিংবা মানসিক অক্ষমতা।

মিজ কুদজায়ি নাট্যারিকোয়া রেডক্রসের মাইগ্রেশন সাপোর্ট এডভাইজর।

তিনি ব্যাখ্যা করেছেন, যে কোনো পর্যায়ে যদি জবরদস্তি, হুমকি, প্রতারণা বা প্রভাব খাটিয়ে কাউকে বিয়েতে বাধ্য করা হয়, তবে তা আর পারিবারিকভাবে বিয়ে নয়।
SAKINA MUHAMMAD JAN COURT
Sakina Muhammad Jan arrives for sentencing at the County Court of Victoria in Melbourne, Monday, July 29, 2024. Jan is being sentenced for forcing her daughter to marry a man who then murdered her. (AAP Image/Diego Fedele) Source: AAP / DIEGO FEDELE/AAPIMAGE
মিজ নাট্যারিকোয়া আরও বলেন যে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে যে কাউকে প্রভাবিত করতে পারে, ছোট বা বড়, নারী বা পুরুষ, বিভিন্ন সাংস্কৃতিক বা ধর্মীয় পটভূমির যে কাউকে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তরুণী ও কিশোরীরা, বিশেষ করে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা।

মিজ নাট্যারিকোয়া ব্যাখ্যা করেন যে এর কারণ ব্যক্তি ও পরিস্থিতি ভেদে ভিন্ন হতে পারে।

হানা আসাফিরী একজন মেলবোর্ন-ভিত্তিক সামাজিক কর্মী ও নারীবাদী।

২০১৭ সালে তিনি ভিকটোরিয়ান অনার রোল অফ উইমেন (Victorian Honour Roll of Women)-এ অন্তর্ভুক্ত হন সামাজিক পরিবর্তন ও নারী ক্ষমতায়নে তার অবদানের জন্য। ২০১৯ সালে তিনি অর্ডার অফ অস্ট্রেলিয়া (Order of Australia Medal - OAM) পান।

তিনি ২০২৪ সালে তাঁর প্রথম বই প্রকাশ করেন: হানা; দ্যা অডাসিটি টু বি ফ্রী (Hana: The Audacity to be Free), যেখানে তিনি যুদ্ধবিধ্বস্ত লেবানন ও অস্ট্রেলিয়ায় তাঁর শৈশব, অনিচ্ছাকৃত বিয়ে থেকে মুক্তি, এবং বিশ বছর বয়সে নতুন করে জীবন গড়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

জোরপূর্বক বিয়ে দেয়া হলে এর পরিণতি কী হতে পারে?

অস্ট্রেলিয়ায় জোরপূর্বক বিয়ে কেবল একটি পারিবারিক ব্যাপার নয়—এটি একটি অপরাধ।

২০১৩ সাল থেকে, অস্ট্রেলিয়ায় সংঘটিত যে কোনো জোরপূর্বক বিয়ে কমনওয়েলথ ক্রিমিনাল কোড (Commonwealth Criminal Code)-এর অধীনে অপরাধ হিসেবে গণ্য হয়।

প্যানোস মাসোরিস লাইফ উইদাউট ব্যারিয়ার্স ( Life without Barriers)-এর ইমিগ্রেশন সার্ভিসেস এন্ড ফোর্সড ম্যারেজ প্রোগ্রামের (Immigration Services and Forced Marriages Program) পরিচালক, তা ব্যাখ্যা করেন।

তিনি বলেন, “আইনি দৃষ্টিকোণ থেকে জোরপূর্বক বিয়ে হলো একটি কমনওয়েলথ অপরাধ, যা ২০১৩ সালের Crimes Legislation Amendment Act-এর আওতায় পড়ে। এই আইন প্রযোজ্য অস্ট্রেলিয়ায় সংঘটিত বিয়ের ক্ষেত্রে, অথবা যখন কাউকে বিদেশে নিয়ে গিয়ে বিয়ে করানো হয়। একটি কমনওয়েলথ অপরাধ হিসেবে, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জবরদস্তিমূলক বিয়ের (forced marriage) ঘটনাগুলো তদন্ত করে আসছে। আর এই অপরাধটি সিভিল ম্যারেজেস, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান, এবং নিবন্ধিত সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।”
Close up of decisive woman take off wedding ring make decision breaking up with husband
The Australian Federal Police responded to 91 reports of forced marriages in 2023-24, making up nearly a quarter of all human trafficking cases that year.   Source: iStockphoto / dragana991/Getty Images/iStockphoto

জোরপূর্বক বিয়ের ঝুঁকি থাকলে ভুক্তভোগীদের জন্য কী সহায়তা আছে?

যে কেউ জোরপূর্বক বিয়ের ঝুঁকিতে থাকলে, একাধিক সহায়তার পথ খোলা আছে।

মিজ নাট্যারিকোয়া ব্যাখ্যা করেন, “যদি কেউ বিপদের মধ্যে থাকে এবং তাৎক্ষণিক সহায়তার প্রয়োজন হয়, তবে তাকে জরুরি ভিত্তিতে পুলিশকে 000 নম্বরে কল করতে হবে। অন্য পরিস্থিতিতে, তারা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP - Australian Federal Police)-কেও কল করতে পারেন যদি তারা জবরদস্তিমূলক বিয়ে (forced marriage)-তে যুক্ত থাকে বা ঝুঁকিতে থাকে, অথবা যদি তারা কারও ব্যাপারে উদ্বিগ্ন হয়। আপনি পুলিশকে তাদের নির্দিষ্ট নম্বরে কল করতে পারেন বা অনলাইনে রিপোর্ট করতে পারেন।”

যারা পুলিশের কাছে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য স্যালভেশন আর্মি সহায়তা দেয়।

এই প্রোগ্রামের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হয়।

সহায়তা পেতে, আপনি স্যালভেশন আর্মি (Salvation Army)-তে 1800 000 277 নম্বরে যোগাযোগ করতে পারেন বা তাদের ওয়েবসাইট দেখতে পারেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে, অস্ট্রেলিয়ায় নতুন ফোর্সড ম্যারেজ স্পেশালিস্ট সাপোর্ট প্রোগ্রাম (Forced Marriage Specialist Support Program - FMSSP) চালু হয়েছে, যেখানে প্রতিরোধের উপায় ও প্রাথমিক সহায়তা দেওয়া হয়।

কোন ব্যক্তি সরাসরি নিজেদের পক্ষ থেকে এই প্রোগ্রামে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করতে পারেন 1804 032 13 নম্বরে বা ওয়েবসাইট থেকে।

ফোর্সড ম্যারেজ প্রতিরোধে কমিউনিটি কী করতে পারে?

মিজ নাট্যারিকোয়া আরও যোগ করেন যে রেড ক্রস (Red Cross)-ও জোরপূর্বক বিয়ের ঘটনা দ্বারা প্রভাবিত মানুষদের সহায়তা দেয়।

তিনি আরও উল্লেখ করেন অস্ট্রেলিয়ার জাতীয় সেবা মাই ব্লু স্কাই (My Blue Sky)-তে জোরপূর্বক বিয়ে সম্পর্কে তথ্য, আইনি সহায়তা ও মাইগ্রেশন পরামর্শ দেওয়া হয়।

জোরপূর্বক বিয়ে চিহ্নিত করার লক্ষণ বোঝা প্রতিরোধ, প্রাথমিক হস্তক্ষেপ ও সহায়তা পাওয়ার জন্য খুব জরুরি।

মিজ নাট্যারিকোয়া জোর দিয়ে বলেন, ফ্রন্টলাইন কর্মীদের এবং সাধারণ কমিউনিটিকে জোরপূর্বক বিয়ে সম্পর্কে বোঝা উচিত, যাতে তারা ঝুঁকি শনাক্ত করে নিরাপদে সাড়া দিতে পারে।

মানবপাচার রোধের অংশ হিসেবে, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (AFP) নেতৃত্বে পরিচালিত হয় অস্ট্রেলিয়ান সেন্টার টু কাউন্টার চাইল্ড এক্সপ্লয়টেশন (Australian Centre to Counter Child Exploitation - ACCCE), সংস্থাটি স্কুল কমিউনিটিকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে, কারণ শিশুদের জোর করে বিয়ে দেওয়া অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি রিপোর্ট হওয়া মানবপাচারজনিত অপরাধ।

একটি মিডিয়া রিলিজে, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমান্ডার অফ হিউম্যান এক্সপ্লয়টেশন হেলেন স্নেইডার কয়েকটি সাধারণ লক্ষণ উল্লেখ করেছেন যা ফোর্সড ম্যারেজ শনাক্ত করতে সহায়ক হতে পারে।
Syrian Refugees' Young Brides
In some cultures, arranged marriages are common, but the key difference from forced marriages is consent. (Photo by Lynsey Addario/Getty Images Reportage) Credit: Lynsey Addario/Getty Images
হানা আসাফিরী আরও বলেন, কাউকে কখনোই বিয়েতে বাধ্য বা জোর করা উচিত নয়। তিনি তরুণীদের আহ্বান জানান, যদি তারা এমন পরিস্থিতিতে থাকে তবে যেন সাহায্য নেয় এবং অস্ট্রেলিয়ায় বিদ্যমান সহায়তা ব্যবহার করে।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ পারিবারিক বা গার্হস্থ্য সহিংসতায় প্রভাবিত হন, তাহলে 1800RESPECT-এ 1800 737 732 নম্বরে কল করুন, অথবা 0458 737 732 নম্বরে টেক্সট করুন, অথবা 1800RESPECT.org.au ভিজিট করুন। জরুরি অবস্থায়, 000 নম্বরে কল করুন।

নো টু ভায়োলেন্স (No to Violence) দ্বারা পরিচালিত মেন্স রেফারাল সার্ভিস (Men’s Referral Service)-এর সাথে যোগাযোগ করতে পারেন 1300 766 491 নম্বরে।

অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবন নিয়ে আরও তথ্য ও পরামর্শের জন্য অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড (Australia Explained) বা অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।আপনার কি কোনো প্রশ্ন বা আলোচনার বিষয় আছে? আমাদের ইমেইল করুন: australiaexplained@sbs.com.au

অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবন নিয়ে আরও তথ্য ও পরামর্শের জন্য অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড (Australia Explained) বা অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।

আপনার কি কোনো প্রশ্ন বা আলোচনার বিষয় আছে? আমাদের ইমেইল করুন: australiaexplained@sbs.com.au

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand