মূল বিষয়:
- বোনা বস্তু সেগুলির তাঁতি বা বুনন-কর্মীর সাথে তাদের দেশ এবং পূর্বপুরুষদের মধ্যে সংযোগ হিসেবে কাজ করে।
- বুনন-প্রক্রিয়ার ভেতর দিয়ে মননশীলতার চর্চা এবং সামাজিক সংযোগ দুটিই করা সম্ভব।
- বুনন-শিল্পীদের নিজস্ব শৈলী এবং স্বাক্ষরের মাধ্যমে তাদের কাজ আলাদা করে চিহ্নিত করা যায়।
- নারী-পুরুষ উভয়েই বয়ন করে থাকে।
উইভিং-এর মাধ্যমে যে বস্তুগুলি বোনা হয় সেগুলি তাদের শিল্পীদের মতোই বৈচিত্র্যময় হয়ে থাকে। আর প্রতিটি কাজই বুনন-শিল্পী, তাদের দেশ এবং পূর্বপুরুষদের মধ্যে একটি দৃশ্যমান বন্ধন তৈরি করে থাকে, যা অনেক তাৎপর্যপূর্ণ।
নলখাগড়া, বাকল এবং গাছপালার বিভিন্ন অংশের মতো স্থানীয় উপকরণ সংগ্রহ এবং প্রস্তুত করার মাধ্যমে প্রতিটি বয়ন-কাজ শুরু হয়।
এগুলি ব্যবহার করে প্রাথমিক একটা নকশা বা প্যাটার্ন তৈরি করে তারপরে সেসব দিয়ে ঝুড়ি, বাটি, দড়ি এবং জালের মতো দ্রব্যাদি তৈরি করা হয়ে থাকে।

শিল্পী এবং শিক্ষাবিদ শেরি জনসন নর্দার্ন নিউ সাউথ ওয়েলসের একজন গোমেরয় নারী, তিনি ১৬ বছর বয়স থেকে বুনন-কাজের সাথে জড়িত রয়েছেন।
তিনি বলেন,
উইভিং বা বুনন-কর্ম একটি সামাজিক প্রক্রিয়া।
মিজ জনসন বলেন, বুননের সময় বিভিন্ন প্রজন্মের মানুষেরা একসঙ্গে বসে গল্প করে এবং এ কাজের পেছনের সংস্কৃতি ও ইতিহাস জানতে পারে। এই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমেই ভবিষ্যত প্রজন্ম যেন বুনন-শিল্প অব্যাহত রাখে তা নিশ্চিত করা হয়।
উইভিং বা বুননের অর্থ একেক জনের কাছে একেক রকম।
লুক রাসেল নিউ সাউথ ওয়েলসের নিউকাসল এলাকার ওয়ারিমি গোষ্ঠীর একজন তত্ত্বাবধায়ক।
তাঁর কাজের মধ্যে অন্যতম হচ্ছে গোষ্ঠীর এল্ডারদের কাছ থেকে শেখা বিভিন্ন সরঞ্জাম তৈরির জ্ঞান নতুনদের শেখানো। গাছের ছাল দিয়ে তৈরি ক্যানু বা নৌকা, মাছ ধরার বর্শা এবং অন্যান্য সরঞ্জাম নির্মাণের মাধ্যমে তিনি এ কাজটি করে থাকেন।

আর কেবল নারীরাই নয়, বরং পুরুষরাও বয়নের সাথে জড়িত হয়ে থাকে।
মি. রাসেলের মতে, ঐতিহ্যগতভাবে ছেলেরা মেয়েদের পাশাপাশি বুনন-শিল্প শেখে, শৈশব থেকে শুরু করে তাদের কৈশোর পর্যন্ত এই শিক্ষা মাতৃতান্ত্রিক শ্রেণিবিন্যাসের তত্ত্বাবধানে অব্যাহত থাকে।
শিল্পী নিফাই ডেনহ্যাম নর্থ কুইন্সল্যান্ডের কার্ডওয়েল এলাকার একজন গিরামাই ট্র্যাডিশনাল ঔনার।
তিনি শিল্পচর্চার সঙ্গে জড়িত রয়েছেন, আবার তাঁর বাড়িতে অবসর কাটানো অথবা চুপচাপ কাজ করে যাওয়ার আনন্দের জন্যে তিনি বুনন-কর্মও করে থাকেন।
উইভিং বা বুননকে একটি চলমান ধ্যান-প্রক্রিয়ার সাথেও তুলনা করা চলে। এর মাধ্যমে আমাদের চিন্তাভাবনাকে ডায়রির মত লিপিবদ্ধ করা যায়।
শেরি জনসন বলেন,
সত্যিকারের মননশীলতা আসে নিজের সমস্ত মনোযোগ ঢেলে গভীরভাবে কোনো কাজ করার মাধ্যমে।
যে ধরনের ঘাস এবং গাছের ছাল বা বাকলের মতো উপাদান ব্যবহার করে বয়ন করা হয়, সেগুলি সারা দেশে একইরকমের হয় না। তাই সেসবের বয়নও শৈলীগতভাবে আলাদা হয়ে থাকে।
মিজ জনসন বলেন, সেই সাথে তাঁতি এবং শিল্পীরাও তাদের বানানো বস্তুগুলিতে নিজস্ব শৈলী ও স্বাক্ষর নিয়ে আসেন।
শিল্পীরা সেসবে বিভিন্ন রকম রঙ্গক ব্যবহার করেন।

একটি বোনা বস্তুর নির্মাণের মধ্যে সেটির শিল্পীর বৈশিষ্ট্য এবং দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
নিফাই ডেনহ্যাম বলেন,
কখনও কখনও, বুননের ভিত্তি দেখেও শিল্পীকে সহজেই সনাক্ত করা যায়।
ক্যাসি লেথাম ভিক্টোরিয়ার কুলিন জাতির টাঙারং জনগোষ্ঠীর একজন শিল্পী এবং দক্ষ তাঁতি, যিনি শিল্পের বিভিন্ন শাখায় বিচরণ করেন।
তিনি ফার্স্ট নেশনস জনগোষ্ঠীর নেতৃত্বাধীন বিভিন্ন কর্মশালা পরিচালনা করেন যেখানে আদিবাসীরা ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের জড়িত হতে ও গভীর মনোযোগের সাথে শুনতে উৎসাহ দেওয়া হয়।
তবে তাদের নিয়মকানুনগুলিকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা আমাদের জ্ঞান ও শিক্ষা অবাধে ভাগ করে নিতে পারি, তবে মনে রাখতে হবে যে ব্যক্তিগত স্বার্থের জন্য এর ব্যবহার করা উচিত হবে না। আর সেইসাথে আমাদের অবশ্যই ফার্স্ট নেশনস গোষ্ঠীর মানুষদের শিক্ষাকে সবসময় স্বীকৃতি দিতে এবং স্বীকার করতে হবে।
এ ধরনের কর্মশালাগুলি প্রায়শই স্থানীয় কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হয়। ক্যাসি লেথাম বলেন, সবার জন্যে উন্মুক্ত ফার্স্ট নেশনস মানুষদের দ্বারা পরিচালিত বয়ন-উৎসব এবং বুনন-শিল্পী সম্প্রদায়ের মানুষদের অনুসন্ধান করা অনেক সহজ।
বয়ন করা বিভিন্ন বস্তু বর্তমানে মূলধারার শিল্পে বেশ মনোযোগ পাচ্ছে।
অস্ট্রেলিয়া জুড়ে অনেক বড় এবং ছোট গ্যালারিতে এগুলির প্রদর্শনী এবং বেচাকেনা হচ্ছে। এগুলি সাধারণত ব্যক্তিগত এবং সর্বজনীন প্রদর্শনের জন্য কমিশন করা হয় এবং এমনকি বিভিন্ন ফ্যাশন রানওয়েতেও প্রদর্শিত হয়।
মিজ লেথাম বলেন, তবে এটি গুরুত্বপূর্ণ যে গ্যালারিগুলি যেন ফার্স্ট নেশনসদের সংস্কৃতি এবং পরিবেশগত বৈচিত্র্য প্রদর্শন করে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।







