গুরুত্বপূর্ণ দিক
- রক্তদান স্বেচ্ছায় করা হয়।
- রক্তদানের কার্যক্রম পরিচালনা করে অস্ট্রেলিয়ান রেড ক্রস লাইফব্লাড।
- অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রাখতে বিভিন্ন পটভূমির মানুষদের রক্তদানের প্রয়োজন হয় লাইফব্লাডের।
- রক্ত দিতে পারবেন কি না এ ব্যাপারে নিশ্চিত না হলে কল করুন লাইফব্লাড হটলাইনের ১৩ ১৪ ৯৫-নম্বরে।
রক্তদানের সবচেয়ে ভালো দিকটি হলো, রক্ত দেওয়া হয় বিনামূল্যে, আর তা বিনামূল্যেই পাওয়া যায়। কখনো এর জন্য কোনো দাম দিতে হবে না, যদি আপনার রক্তের দরকার হয়। তবে তার মানে হচ্ছে—আমরা রক্তের জন্য নির্ভর করি সাধারণ অস্ট্রেলিয়ানদের ওপর, নানা পটভূমি থেকে আসা মানুষদের ওপর, যেন তারা সুযোগ পেলেই এগিয়ে আসেন রক্ত দিতে।
অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা জানব কেন অস্ট্রেলিয়ার রক্তদান করা এত গুরুত্বপূর্ণ, এবং কীভাবে আপনিও এতে অবদান রাখতে পারেন।
অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে নিরাপদ রক্তভাণ্ডারগুলোর একটি হলেও, এ দেশে রক্ত সংগ্রহের মাত্রা প্রায়ই কম থাকে। হাসপাতালের রোগীদের চাহিদা মেটাতে প্রতি সপ্তাহে আমাদের প্রয়োজন তেত্রিশ হাজারেরও বেশি রক্তদান।
সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা লাইফব্লাড, অস্ট্রেলিয়ান রেড ক্রসের ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহ কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের একজন মুখপাত্র হচ্ছেন এমিলি গ্র্যানল্যান্ড।
তিনি বলেন, রক্ত একটি অত্যন্ত বহুমুখী উপাদান।

Lifeblood needs blood donations from all backgrounds to match Australia’s diverse population.
কিছু কিছু পরিস্থিতিতে রক্ত দেয়া নিষেধ। উদাহরণস্বরূপ, কেউ যদি গর্ভবতী হয়, কারও যদি আগে কখনও স্ট্রোক হয়ে থাকে, কিংবা অন্য কোনো নির্দিষ্ট শারীরিক জটিলতা থাকে—তবে রক্তদান করা যাবে না। এটি মূলত রক্তদাতার স্বাস্থ্যের সুরক্ষার জন্যই করা হয়।
হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়ার মতো রক্তজনিত সমস্যা থাকলেও রক্তদানে নিষেধ করা হয়।
এ ব্যাপারে নিশ্চিত না হলে লাইফব্লাড হটলাইনের ১৩ ১৪ ৯৫ নম্বরে কল করতে পারেন। তাদের মেডিকেল দল পরামর্শ দিতে সদা প্রস্তুত। চাইলে লাইফব্লাড ওয়েবসাইটে গিয়ে ‘যোগ্যতা যাচাই কুইজ’-ও পূরণ করতে পারেন।

Frozen plasma in trolley - If you’re unsure whether you can donate, you can call the Lifeblood hotline on 13 14 95. Credit: /
মিজ গ্র্যানল্যান্ড বলেন, পুরো প্রক্রিয়াটি রক্তের ক্ষেত্রে প্রায় এক ঘণ্টা সময় নেয়, আর প্লাজমা দানের জন্য দেড় ঘণ্টা। রক্ত নেওয়া হয় হাতে সূচ প্রবেশ করিয়ে, কয়েক মিনিটের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
রক্তদান অ্যাপয়েন্টমেন্টের প্রথম ধাপটি হলো একটি প্রশ্নপত্র পূরণ করা, যাতে নিশ্চিত হওয়া যায় আপনি সেদিন রক্তদানের উপযুক্ত কিনা। তারপর দ্রুত পরীক্ষা করা হয় আপনার রক্তচাপ ও শরীরের আয়রনের মাত্রা।
রক্তদাতা এড ২০০৯ সাল থেকে বছরে তিন থেকে চারবার রক্ত দান করে আসছেন।
তিনি বলেন, অনেকেই রক্তদান নিয়ে খুব একটা ভাবেন না, কিংবা আমাদের রক্তের সরবরাহকে সহজলভ্য বলে ধরে নেন।
কিন্তু কারও কারও জন্য এটা জীবন-মৃত্যুর প্রশ্ন।

O-negative blood - Not everyone can donate blood regularly. But most of us can donate at least some parts of our blood.
ড. র্যাচেল থর্প, অস্ট্রেলিয়ান রেড ক্রস লাইফব্লাডের একজন সিনিয়র রিসার্চ ফেলো। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ রক্তদাতা ইউরোপীয় বংশোদ্ভূত, কিন্তু যত বেশি বৈচিত্র্যময় হবে অস্ট্রেলিয়ার রক্ত ব্যাংক, ততই সেটি টেকসই ও উপযোগী হয়ে উঠবে।
রক্তের আটটি প্রধান ধরন রয়েছে। আমাদের অনেকেই এ-বি-ও (ABO) এবং আর-এইচ (Rh) রক্তের ধরন সম্পর্কে শুনেছি। অস্ট্রেলিয়ায় সবচেয়ে প্রচলিত রক্তের ধরন হলো ‘ও পজিটিভ’, এর পরেই রয়েছে ‘এ পজিটিভ’।
ড. থর্পের ভাষায়,
বাস্তবে তিন শতাধিক ভিন্ন ভিন্ন রক্তের প্রকরণ রয়েছে, যাদের মধ্যে কয়েকটি অত্যন্ত বিরল।
ড. থর্প বলেন, সংস্কৃতিগত কারণও অনেক সময় মানুষ যেসব কারণে রক্ত দিতে অনিচ্ছুক থাকে, সেগুলোকে প্রভাবিত করে।

Australian Red Cross Lifeblood Donor Centre.
লাইফব্লাড সব সময় বিভিন্ন পটভূমি থেকে আসা নতুন রক্তদাতাদেরকে স্বাগত জানায়।
এমিলি গ্রানল্যান্ড-এর পরামর্শ হচ্ছে আগে বুকিং দিয়ে ব্লাড কালেকশন সেন্টারে যাওয়া। তবে এই কেন্দ্রগুলো সাধারণত যাঁরা আগে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসেন তাঁদেরও সামলানোর চেষ্টা করে।
দেশজুড়ে আপনি ডোনর কেন্দ্রগুলো সহজেই খুঁজে পাবেন।
যদি আপনি রক্তদান করতে চান, তাহলে ১৩ ১৪ ৯৫-এ কল করতে পারেন, অথবা অনলাইনে lifeblood.com.au-এ বা Donate Blood অ্যাপে গিয়ে বুকিং দিতে পারেন।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে australiaexplained@sbs.com.au -এ আমাদের ইমেল করুন।