গুরুত্বপূর্ণ দিকগুলো
- সার্ভিকাল স্ক্রিনিং-এর উদ্দেশ্য হলো হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)-এর উপস্থিতি শনাক্ত করে সার্ভিকাল ক্যানসার প্রতিরোধ করা।
- অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হতে পারে যেখানে সার্ভিকাল ক্যানসার নির্মূল হতে যাচ্ছে।
- ভাষাগত ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কারণে অনেক মাল্টিকালচারাল এবং ফার্স্ট নেশনস নারীদের মধ্যে স্ক্রিনিং-এর হার কম।
- নতুন সেল্ফ-কালেকশন সার্ভিকাল স্ক্রিনিং টেস্ট একটি বড় পরিবর্তন আনবে।
সার্ভিকাল স্ক্রিনিং কী আপনার জীবন বাঁচাতে পারে?
'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পর্বের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে সার্ভিকাল স্ক্রিনিং টেস্ট সব ধরনের সাংস্কৃতিক পটভূমির নারীদের জন্য কতটা নিরাপদ এবং সাংস্কৃতিকভাবে সংবেদনশীল।
সবচেয়ে বড় কথা, এটি আপনার জীবন বাঁচাতে পারে।
আপনি কি জানেন যে ৭০ শতাংশেরও বেশি সার্ভিকাল ক্যানসারের ঘটনা ঘটে এমন ব্যক্তিদের মধ্যে যারা কখনও টেস্ট করাননি, অথবা যাদের টেস্ট করার সময় পেরিয়ে গেছে?
এই ক্যানসারের ঘটনা টেস্ট না করানোর একটি বড় কারণ, যা সার্ভিকাল স্ক্রিনিং নামে পরিচিত।
ডা. আহলম ইব্রাহিম একজন সিডনিভিত্তিক জেনারেল প্র্যাক্টিশনার বা জিপি (General Practitioner), কমিউনিটি এডুকেটর এবং সুদানি অস্ট্রেলিয়ান হেলথ ওয়েলবিয়িং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা।
তিনি ব্যাখ্যা করে বলেন “সার্ভিকাল স্ক্রিনিং-এর উদ্দেশ্য হলো সার্ভিকাল ক্যানসার প্রতিরোধ করা। এটি জরায়ুমুখের কোষে প্রাথমিক পরিবর্তন শনাক্ত করে, বিশেষত হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)-এর উপস্থিতি, যা সময়ের সঙ্গে ক্যানসারে রূপ নিতে পারে।
সার্ভিকাল স্ক্রিনিং পরিচালিত হয় ন্যাশনাল সার্ভিকাল স্ক্রিনিং প্রোগ্রাম (NCSP)-এর মাধ্যমে।

When it comes to cervical screening, women from multicultural backgrounds are being left behind, and particularly newly arrived women.
কাদের সার্ভিকাল স্ক্রিনিং করানো উচিত?
তাহলে কাদের সার্ভিকাল স্ক্রিনিং করানো উচিত? উত্তর হলো, "যে কোনো নারী যিনি এইচপিভি (HPV)-র ঝুঁকিতে আছেন,” ব্যাখ্যা করেন ডা. ইব্রাহিম।
টেস্টটি সহজ এবং জিপি বা স্বাস্থ্যকেন্দ্রে কয়েক মিনিটেই সম্পন্ন হয়।
দুই ধরনের টেস্ট পাওয়া যায়। অ্যাপয়েন্টমেন্টের সময় আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী এই দুটি বিকল্প ব্যাখ্যা করবেন।
তারপর আপনি যেটি পছন্দ করবেন সেটি বেছে নিতে পারবেন, বলেন ডা. ইব্রাহিম।

Dr Ahlam Ibrahim
কিন্তু ভাষাগত ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কারণে অনেক মাল্টিকালচারাল এবং ফার্স্ট নেশনস নারীদের মধ্যে স্ক্রিনিং-এর হার কম।
এই কমিউনিটিগুলোতে স্ক্রিনিং সংখ্যা বাড়াতে কাজ করছে অস্ট্রেলিয়ান মাল্টিকালচারাল হেলথ কোলাবোরেটিভ (যা ফেডারেশন অব এথনিক কমিউনিটিজ কাউন্সিলস অব অস্ট্রেলিয়ার একটি উদ্যোগ)।
নিডিয়া রায়া মার্টিনেজ কোলাবোরেটিভের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, যিনি সারা অস্ট্রেলিয়ায় কমিউনিটি সংগঠনের সঙ্গে কাজ করছেন এ বিষয়ক জ্ঞান এবং সচেতনতার হার বাড়ানোর জন্য।
সেল্ফ-কালেকশন টেস্ট
মিজ মার্টিনেজ বলেন, অস্ট্রেলিয়ার স্বাস্থ্যব্যবস্থা বুঝে ওঠা কঠিন হতে পারে, বিশেষত নতুন আগত নারীদের জন্য। এর মানে হলো বহু-সাংস্কৃতিক পটভূমির নারীরা পিছিয়ে পড়ছেন।
তাই নতুন সেল্ফ-কালেকশন টেস্ট একটি বড় পরিবর্তন আনবে।
নিজের সার্ভিকাল স্ক্রিনিং নিজের নিয়ন্ত্রণে নিয়ে নারীরা আর সেই বাধাগুলোর মুখোমুখি হন না, যা হয়তো তাদের জীবনরক্ষাকারী টেস্ট থেকে দূরে রেখেছিল।
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পূর্ণ গোপনীয়তা আর নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখা, শুধু নিষ্ক্রিয় রোগীর মতো থাকা নয়। এতে আমার মানসিক চাপ অবশ্যই অনেক, অনেক কমে গিয়েছিলজ্যোৎস্না অলিভার, স্বাস্থ্যসেবা গ্রহীতা
সার্ভিকাল স্ক্রিনিংয়ের অন্তরায় দূরীকরণ
হেলথ কনজিউমার জ্যোৎস্না অলিভার একটি কমিউনিটি তথ্য সেশনে অংশ নিয়েছিলেন সার্ভিকাল স্ক্রিনিং সম্পর্কে জানতে।
সেখানে তিনি সেল্ফ-কলেকশনের বিকল্প সম্পর্কে জানতে পারেন।
মিজ অলিভার এই বিকল্পকে অন্তর্ভুক্তিমূলক এবং আশ্বস্তকর বলে মনে করছেন, কারণ এতে তিনি নিজের সার্ভিকাল স্ক্রিনিং নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছেন এবং একই সঙ্গে নিজেকে সার্ভিকাল ক্যানসার থেকে সুরক্ষিত করেছেন।
তিনি প্রক্রিয়াটিকে একেবারেই সহজ বলে বর্ণনা করেন।

Own It Poster
যেভাবে তথ্য পাবেন
আপনার সার্ভিকাল স্ক্রিনিং করার সময় হলে, আপনি আপনার স্থানীয় জিপি ক্লিনিক, কমিউনিটি হেলথ সেন্টার বা উইমেনস হেলথ ক্লিনিক, এবং কিছু অ্যাবরিজিনাল মেডিক্যাল সার্ভিসে যেতে পারেন।
আপনার যদি মেডিকেয়ার (Medicare) কার্ড থাকে, সাধারণত অ্যাপয়েন্টমেন্ট খরচ বাল্ক বিলড হয়, তাই আপনাকে আলাদা করে খরচ দিতে হয় না।
নারীরা নানা কারণে সার্ভিকাল স্ক্রিনিং টেস্ট করাতে দেরি করে থাকেন।
কিন্তু দেরি করবেন না, জোর দিয়ে বলেন মিজ অলিভার।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবন নিয়ে আরও তথ্য ও পরামর্শের জন্য অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড (Australia Explained) বা অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।
আপনার কি কোনো প্রশ্ন বা আলোচনার বিষয় আছে? আমাদের ইমেইল করুন: australiaexplained@sbs.com.au
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।