Australia Explained: সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় ও তাদের সঠিক অর্থ ব্যবস্থাপনা শেখানো কেন জরুরি

Australia Explained: Saving Money for Children

Encouraging your child to allocate portions of their pocket money towards saving goals can help build healthy spending habits. Credit: Justin Ma/Getty Images

অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন সিরিজের এই পর্বে আমরা জানবো অস্ট্রেলিয়ায় অভিভাবকদের জন্য আর্থিক পরিকল্পনার মৌলিক দিকগুলো, এবং কেন সন্তানদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষাদান তাদের ভবিষ্যতের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।


মূল বিষয়
  • সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয় করা শুরু হতে পারে আপনার নিজের ঋণ কমানোর মধ্য দিয়ে।
  • সন্তানের ঋণের জন্য গ্যারান্টর হওয়ার আগে পেশাদার কারো কাছ থেকে পরামর্শ নিন।
  • আর্থিকভাবে সন্তানদের সচেতন করে গড়ে তোলা গেলে, পরবর্তী জীবনে তাদের অর্থ ব্যবস্থাপনার দক্ষতা আরও উন্নত হয়।
    অস্ট্রেলিয়ায় জীবনযাপনের খরচ বেশ ব্যয়বহুল হতে পারে, আর যদি সন্তানেরা আপনার ওপর নির্ভরশীল হয়ে থাকে, তবে তা হয় আরও বেশি খরচসাপেক্ষ। সেই সাথে রয়েছে সন্তানদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য আপনার সঞ্চয় করার চাপ।

    আপনার সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পেছনে নানা কারণ থাকতে পারে।

    যদিও অনেক সংস্কৃতিতে সন্তানদের কাছ থেকে আশা করা হয় যে তারা বড় হয়ে বাবা-মাকে আর্থিকভাবে সহায়তা করবে, অস্ট্রেলিয়ায় আবার বেশ সাধারণ ব্যাপার হল—অভিভাবকেরা সন্তানদের আর্থিকভাবে দাঁড়াতে সহায়তা করেন; যেমন প্রথম গাড়ি কেনা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, বা বাড়ি কেনার জন্য সাহায্য করা।

    ডেভিড শার্প হলেন অস্ট্রেলিয়ার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস অ্যাসোসিয়েশনের চেয়ার, যা আর্থিক পরামর্শদাতাদের শীর্ষ সংগঠন।

    তিনি জানান কোন কোন সাধারণ খরচে অভিভাবকেরা সাধারণত তাদের সন্তানদের সহায়তা করে থাকেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিয়ে, প্রথম গাড়ি, পড়াশোনা, এসব।
    Australia Explained: Saving Money for Children
    Moneysmart is a government website providing independent information to Australians about financial decisions they need to make. Credit: courtneyk/Getty Images
    বাড়ি কেনার ক্ষেত্রে অনেক অভিভাবক তাদের সন্তানদের ডিপোজিট বা প্রাথমিক অর্থের অংশটি জোগাতে সহায়তা করেন। আবার কেউ কেউ সন্তানদের হোম লোনের গ্যারান্টর হিসেবেও দায়িত্ব নিতে পারেন।

    মানিস্মার্টের (Moneysmart) ব্যক্তিগত অর্থবিষয়ক লেখিকা শেভন মারচিংগো বলেন, আপনি যেভাবেই সহায়তা করার সিদ্ধান্ত নিন না কেন, কিছু বিষয় সতর্কতার সঙ্গে খেয়াল রাখা জরুরি।

    মানিস্মার্ট (Moneysmart) হল একটি সরকারি ওয়েবসাইট, যা পরিচালনা করে অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন (ASIC)। এটি অস্ট্রেলিয়ায় বসবাসকারীদের গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য স্বাধীন তথ্য সরবরাহ করে—যেমন, কীভাবে আপনার সন্তানের আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পনা করবেন
    Australia Explained: Saving Money for Children
    Check for any tax benefits when committing to long-term investments, like insurance bonds. Source: Moment RF / Traceydee Photography/Getty Images
    আপনি যদি ব্যক্তিগতভাবে আর্থিক পরামর্শ নেওয়ার সামর্থ্য না রাখেন, তাহলে বিনামূল্যের ফাইন্যান্সিয়াল কাউন্সেলররাও আপনাকে পরিকল্পনা করতে সাহায্য করতে পারেন। তাদের খুঁজে পাওয়া যাবে ন্যাশনাল ডেট হেল্পলাইন বা মানিস্মার্ট ওয়েবসাইটের মাধ্যমে।

    যে লক্ষ্যেই আপনি সঞ্চয়ের পরিকল্পনা করুন না কেন, মি. শার্প বলেন—সন্তানের জন্য আলাদা করে সঞ্চয় শুরু করার আগে অভিভাবকদের উচিত নিজেদের ঋণ কমানোর দিকে নজর দেওয়া।
     
    সন্তানের জন্য সঞ্চয় করার নানা ধরনের আর্থিক পদ্ধতি রয়েছে—যেমন সেভিংস অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট, এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ।

    মি. শার্পের মতে,
    দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য ইনশিওরেন্স বন্ডও আরেকটি সম্ভাব্য বিকল্প।
    Australia Explained: Saving Money for Children
    A simple exercise if you're at the shops with your child is to get them compare the cost of two items and help you make a choice together. Credit: rudi_suardi/Getty Images
    এটিও মনে রাখা জরুরি যে, সরকার ও কমিউনিটি—উভয় ক্ষেত্রেই এমন কিছু কর্মসূচি রয়েছে যা পরিবারগুলোকে সঞ্চয়ের লক্ষ্য অর্জনে সহায়তা করে। উদাহরণস্বরূপ, ম্যাচড সেভিংস উদ্যোগ বা সেন্টারলিংকের মাধ্যমে শিক্ষার খরচ বা জীবনযাপনের ব্যয় সামলাতে সহায়ক আর্থিক সহায়তা। এসব বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে সার্ভিসেস অস্ট্রেলিয়া (Services Australia)-এর ওয়েবসাইটে।

    আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আপনি কী ভাবছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মানিস্মার্টের হিসাব অনুযায়ী, প্রতি তিনজন অস্ট্রেলিয়ানের মধ্যে অন্তত একজন অর্থ ব্যবস্থাপনাকে মানসিক চাপের কারণ মনে করেন। অনেকে আবার অর্থ নিয়ে আলাপ করাকেও অস্বস্তিকর মনে করেন।

    ক্যারোলিন স্টুয়ার্ট হলেন এক্সস্ট্রা (Ecstra) ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, যা অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে আর্থিক শিক্ষা বিষয়ক কর্মসূচি পরিচালনা করে।

    তিনি বলেন,
    যত তাড়াতাড়ি সম্ভব পরিবারগুলোর উচিত অর্থ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করা।
    Australia Explained: Saving Money for Children
    Using appropriate language and examples for your child’s age, like saving for an excursion or a birthday party, you can introduce financial planning learnings early on, Dr Zeka says. Credit: Maskot/Getty Images/Maskot
    মিজ স্টুয়ার্টের মতে, সন্তানকে বাস্তব জীবনের আর্থিক ব্যবস্থাপনার সাথে যুক্ত করা হলে তারা এই ব্যবস্থাপনার মৌলিক ধারণাগুলো ভালোভাবে বুঝতে শেখে।

    ড. বোমিকাজি জেকা হলেন ইউনিভার্সিটি অব ক্যানবেরার ফাইন্যান্স ও আর্থিক পরিকল্পনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি আর্থিক শিক্ষায় বিশেষজ্ঞ।

    তিনি বলেন, ছোট বাচ্চাদেরও যদি তাদের বয়সের উপযোগী উদাহরণ দেওয়া হয়, যেমন জন্মদিনের পার্টি পরিকল্পনা করা বা জরুরি পরিস্থিতির জন্য অর্থ আলাদা করে রাখা, তবে বাজেট বিষয়ে তারা ধীরে ধীরে শিখতে পারে।

    সবশেষে আপনার সন্তানের পরিবারিক আর্থিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত হওয়া তাদের আরও আত্মবিশ্বাসী এবং দক্ষ প্রাপ্তবয়স্ক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, ড. জেকা বলেন।

    তাই মনে রাখবেন, আপনার আয় বা পটভূমি যাই হোক না কেন, পরিবার হিসেবে একসাথে অর্থ নিয়ে কথা বলা এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য যে-কোনো সময়ই সবচেয়ে উৎকৃষ্ট সময়।

    বিশেষ দ্রষ্টব্য: এইখানে দেওয়া তথ্যাবলী সাধারণ তথ্য হিসেবে বিবেচনা করতে হবে। যে-কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পেশাদার কারও পরামর্শ নিন। আর যদি আপনি আর্থিক চাপের মধ্যে থাকেন, তাহলে ন্যাশনাল ডেট হেল্পলাইনে 1800 007 007 নম্বরে কল করুন।
    অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।

    আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে  australiaexplained@sbs.com.au  -এ আমাদের ইমেল করুন।

    Share
    Follow SBS Bangla

    Download our apps
    SBS Audio
    SBS On Demand

    Listen to our podcasts
    Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
    Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
    Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

    Watch on SBS
    SBS Bangla News

    SBS Bangla News

    Watch it onDemand