ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা যত বাড়ছে, ততই বিশ্বের অন্যান্য স্থানে এ ধরনের অভিযানের আশঙ্কাও জোরালো হচ্ছে।
ভেনেজুয়েলার সদ্য সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের আনা অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
৬৩ বছর বয়সী মাদুরো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে ‘নার্কো-টেররিজম’, কোকেন আমদানির ষড়যন্ত্র, এবং মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে অনিচ্ছাকৃতভাবে আদালতে হাজির হন।
ভেনেজুয়েলার কর্মকর্তাদের দাবি, রাজধানী কারাকাসসহ লা গুয়াইরা অঞ্চল এবং পার্শ্ববর্তী মিরান্ডা ও আরাগুয়া স্টেটে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিকসহ সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্য মিলিয়ে ৮০ জনের বেশি নিহত হয়েছেন।
এদিকে সোমবার জরুরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক ও যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আন্তর্জাতিক মহলে এই অভিযানের সমালোচনা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যত্র একই ধরনের সামরিক অভিযানের আশঙ্কাও বাড়ছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কলম্বিয়ার নেতাকে সতর্ক করে বলেছেন যে পরবর্তী লক্ষ্য হতে পারেন তিনি। কোনো প্রমাণ না দিয়েই ট্রাম্প অভিযোগ করেছেন, কলম্বিয়ার নেতা কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করছেন।
ফিচারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।










