মূল বিষয়:
- অস্ট্রেলিয়ায় ডি-আই-ওয়াই রেনোভেশনের প্রবণতা বেশ জনপ্রিয়, তবে কাজ শুরুর আগে ঝুঁকি, নিয়ম-কানুন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি ভালোভাবে বোঝা জরুরী।
- পুরোনো বাড়িগুলিতে অ্যাসবেস্টস, লেড বা সিসা-মিশ্রিত রং এবং ধুলোর মতো বিপজ্জনক উপাদান থাকতে পারে, না জেনে বা না বুঝে সেগুলি নাড়াচাড়া করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
- অনেক ধরনের কাজ—যেমন ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং—আইন অনুযায়ী কেবল লাইসেন্সধারী পেশাদারদের দ্বারাই সম্পন্ন করা উচিত, এবং বড় ধরনের পরিবর্তনের জন্য অনুমতিপত্র (পারমিট) নেওয়াও বাধ্যতামূলক।
- নতুনদের উচিত ছোট কোনো কাজ দিয়ে শুরু করে ধাপে ধাপে দক্ষতা বাড়ানো এবং সাবধানে বাজেট পরিকল্পনা করা—সেখানে ভুল হলে তা ব্যয়বহুল হয়ে যেতে পারে।
নিজের ঘরবাড়ি সাজানো বা সংস্কারের কাজে হাত লাগাতে অস্ট্রেলিয়ানরা বেশ উৎসাহী—নিজ হাতে কাজ করার আনন্দ তারা ভালোভাবেই উপভোগ করেন।
তবে হঠাৎ করে কাজে নেমে পড়ার আগে এর নিয়ম-কানুন আর ঝুঁকিগুলো জানা অত্যন্ত জরুরী।
রান্নাঘর নতুন করে গুছিয়ে তৈরি করা, কিংবা বাড়ির পেছনে নতুন একটা শেড বানানো, এধরনের কাজ শুরুর আগে তা যেন নিরাপদ ও আইন মোতাবেক হয়, সে বিষয়ে জেনে নেওয়া দরকার।
অস্ট্রেলিয়ার অনেক মানুষের কাছেই নিজেদের ঘরবাড়ি যেন এক চলমান প্রকল্প—কখনও দেয়ালে নতুন রঙ, কখনও বা বাড়ির ব্যাকইয়ার্ড নতুন করে সাজানো।
ডু-ইট-ইওরসেলফ বা সংক্ষেপে ‘ডি-আই-ওয়াই’ প্রকল্পের মাধ্যমে নিজ হাতে বাড়ি সংস্কার করা এখন বেশ জনপ্রিয় একটি ধারা।
অভিজ্ঞ বিল্ডিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার, ডি-আই-ওয়াই রেনোভেটর এবং বিল্ড প্লে লিভ-এর প্রতিষ্ঠাতা ক্রিবাশিনি হ্যান্নন বলছেন,
অস্ট্রেলিয়ায় এই প্রবণতা দিন দিন বাড়ছে।
ছোট হোক বা বড়—যেকোনো প্রকল্প শুরু করার আগে নিরাপত্তাকেই সবার আগে গুরুত্ব দেওয়া উচিত।
এর মধ্যে পড়ে সঠিক সুরক্ষা সরঞ্জাম পরা, যন্ত্রপাতি ব্যবহারের নিয়ম শেখা এবং ঘরের ভেতরে থাকা বিপজ্জনক উপকরণ সম্পর্কে সচেতন থাকা।

অস্ট্রেলিয়ায় প্রতি তিনটি বাড়ির একটি-তে অ্যাসবেস্টস থাকে—এটি হচ্ছে একধরনের খনিজ দ্রব্য, যা নাড়াচাড়া করলে বাতাসে ছড়িয়ে পড়ে এবং তা শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে ক্যানসারের ঝুঁকি তৈরি করে।
অ্যাসবেসটস এডুকেশন কমিটি-এর জন ব্যাটি জানান, ১৯৯০ সালের আগে নির্মিত বাড়িগুলিই এই ঝুঁকিতে রয়েছে সবচেয়ে বেশি।
প্রায় ৩ হাজারেরও বেশি রকমের বিল্ডিং সামগ্রীতে অ্যাসবেস্টস থাকতে পারে।
জন ব্যাটি বলেন,
অ্যাসবেস্টস সবসময় বিপজ্জনক নয়—যতক্ষণ না সেটিকে নাড়াচাড়া করা হয়।
তবে কাটা, ছিদ্র করা বা ভেঙে ফেলার সময় এটি থেকে সূক্ষ্ম ফাইবার বা তন্তু বাতাসে ছড়িয়ে পড়তে পারে, যা শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আপনার ঘরে কোথায় কোথায় অ্যাসবেস্টস থাকতে পারে, তা চিহ্নিত করতে asbestosawareness.com.au - এই ওয়েবসাইটে থাকা চেকলিস্ট দেখে নিন।
যদি কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই একজন লাইসেন্সধারী বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়ে নিন।
পুরোনো বাড়িগুলিতে সিসা-মিশ্রিত রঙও একটি সাধারণ সমস্যা, যার প্রতি সতর্ক থাকা জরুরি—তেমনি ধুলোর প্রতিও নজর দেওয়া উচিত।

এরপর আসা যাক পারমিট ও লাইসেন্সের প্রসঙ্গে। এ সম্পর্কিত নিয়মকানুন স্টেট বা টেরিটরির ভেদে আলাদা হতে পারে, তাই স্থানীয় বিল্ডিং কর্তৃপক্ষ ও কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে নিয়ম জেনে নেওয়াই সবচেয়ে ভালো।
বিদ্যুতের কাজগুলি অবশ্যই একজন লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানের দ্বারা করানো বাধ্যতামূলক।
হালকা প্লাম্বিংয়ের কাজ—যেমন ওয়াশিং মেশিন সংযোগ দেওয়া বা শাওয়ারহেড বদলানো— এগুলি নিজেই করা যেতে পারে।
তবে গ্যাস-চালিত যন্ত্রপাতি বসানো বা ড্রেনেজ সিস্টেমে কাজ করার মতো জটিল কাজগুলি অবশ্যই একজন লাইসেন্সধারী প্লাম্বারের দ্বারা করানো উচিত।
নিজে বহু বছর ধরে ঘরবাড়ি সংস্কার করলেও, ক্রিবাশিনি হ্যান্নন এসব কাজের জন্য সবসময় পেশাদারদেরই নিয়োগ দেন।
বড় ধরনের সংস্কার কাজের জন্য—যেমন ঘরের কাঠামোগত দেওয়াল ভেঙে ফেলা, এক্সটেনশন তৈরি করা বা বড়সড় ডেক বসানো— এ সব ক্ষেত্রে আপনাকে বিল্ডিং বা প্ল্যানিং পারমিট নিতে হবে।
সময় ও খরচ বাঁচাতে অনেকে পারমিট না নিয়ে কাজ করার কথা ভাবেন, কিন্তু এতে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। হ্যান্নন বলেন, পারমিট না নিলে আপনাকে জরিমানা গুনতে হতে পারে, পুরো কাজ ভেঙে ফেলতে হতে পারে—এমনকি আপনার পরিবারের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
জেনিভা ভ্যানডারজিল ব্রিসবেনভিত্তিক একজন ডি-আই-ওয়াই বিশেষজ্ঞ। নিজের পুরোনো কটেজ সংস্কার করতে গিয়েই তিনি এই কাজের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন।
অনেকে ডি-আই-ওয়াই পথ বেছে নেন মূলত খরচ বাঁচানোর জন্য, তবে ভ্যানডারজিল সতর্ক করে বলেন—এই খরচ কিন্তু খুব সহজেই বাড়তে পারে।

আপনি যদি ডি-আই-ওয়াই কাজে নতুন হয়ে থাকেন, তাহলে ছোটখাটো কাজ দিয়ে শুরু করুন—যেমন একটি ঘরে রং করা বা ফ্ল্যাটপ্যাক আলমারি বসানো। সেখান থেকে ধীরে ধীরে দক্ষতা বাড়াতে থাকুন।
উদাহরণ হিসেবে হ্যান্নন উল্লেখ করেন, কীভাবে ধাপে ধাপে শিখে আপনি একসময় বাথরুমের মেঝেতে টাইল বসানোর মতো কাজেও হাত দিতে পারেন।
আপনার দক্ষতা যতটুকুই হোক, এমন কোনো না কোনো প্রকল্প রয়েছে যা আপনি নিজে করতে পারেন।
ভ্যানডারজিল সবাইকে উৎসাহ দেন—নিজ হাতে কিছু করার এই অভিজ্ঞতা একবার অন্তত নেয়া উচিত।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে australiaexplained@sbs.com.au -এ আমাদের ইমেল করুন।








