গুরুত্বপূর্ণ দিক
- বাড়িতে ইঁদুরের উপদ্রব হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত শীতকালে, তবে ঘুণপোকার অত্যাচার বছরের যে-কোনো সময়েই হতে পারে এবং এদের কারণে আর্থিকভাবে বিরাট ক্ষতির সম্ভাবনা থাকে।
- পোকামাকড় প্রতিরোধের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে বাড়িঘর পরিষ্কার ও পরিপাটি রাখা যেন সেগুলো নিজেদের অনুকূল পরিবেশ না পায়, এবং সেই সাথে বাড়িতে ঢোকার পথগুলো বন্ধ করে দেয়া।
- অবাঞ্ছিত কীটপতঙ্গের উপদ্রব ঠেকাতে শুধুমাত্র বাণিজ্যিকভাবে উৎপাদিত রাসায়নিক দ্রব্য ব্যবহার করুন, এবং লাইসেন্সপ্রাপ্ত পেস্ট কন্ট্রোল অপারেটর নিয়োগ দিন।
অস্ট্রেলিয়ায় বেশিরভাগ পোকামাকড় সাধারণত বছরের উষ্ণ মাসগুলোতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ গ্রীষ্মকালে এদের উপদ্রব বেশি থাকে।
এর পেছনে মূল কারণ হলো এগুলো উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বেশি পছন্দ করে কারণ এদের বেড়ে ওঠার জন্যে এরকম পরিবেশই অনুকূল হয়ে থাকে।
তবে কখনো যদি শীতকালের কোনো রাতে মশার কামড়ে আপনার ঘুম ভাঙে, তবে সেটা শুধু আপনার কল্পনা না-ও হতে পারে।
নিউ সাউথ ওয়েলস হেলথ প্যাথলজি ও ইউনিভার্সিটি অব সিডনির অ্যাসোসিয়েট প্রফেসর এবং মেডিক্যাল এনটোমোলজিস্ট ক্যামেরন ওয়েব এ বিষয়টি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান।
শীতকালীন মাসগুলোতে বাড়িতে মশা এলেও এই সময়ে মশাবাহিত ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম।

অন্য কীটপতঙ্গের মধ্যে তেলাপোকা অন্যতম, যেগুলো শীতকালে বাড়ির অভ্যন্তরের উষ্ণ ও আর্দ্র পরিবেশের সুযোগ নিয়ে খাদ্য উৎসগুলিকে কাজে লাগায়।
ড. ওয়েব বলেন, বাড়িতে কীটপতঙ্গের বিকাশ হতে পারে এধরণের পরিবেশ নির্মূল করার মাধ্যমে তেলাপোকা বা অন্যান্য পোকামাকড়বাহিত রোগ সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে।
তাঁর পরামর্শ হচ্ছে, প্রয়োজন হলে আপনার নিকটস্থ হার্ডওয়্যার স্টোর এবং সুপারমার্কেটগুলোতে পাওয়া যায় এমন কীটনাশক পণ্য ব্যবহার করুন, এবং সেগুলো প্রয়োগের ব্যাপারে নিশ্চিত না হলে কোনো পেশাদার পেস্ট কন্ট্রোলারকে নিয়োগ দিন।
ডেভিড গে প্রায় ৩০ বছর ধরে পেস্ট কন্ট্রোল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।
তিনি বলেন,
আবাসিক ও বাণিজ্যিক বাসস্থানগুলোয় সারাবছর ধরেই যে কীটপতঙ্গ দেখা যায় তাদের মধ্যে ছারপোকা অন্যতম।

বেশিরভাগ সময় আপনার অজান্তেই বাড়িতে ছারপোকার উপদ্রব হতে পারে। বাড়িতে আসা কোনো অতিথির সাথে এগুলো আসতে পারে, অথবা আপনি নিজেও কোনো ভ্রমণের পরে, বা বেড়াতে গিয়ে ফিরে আসার সময় এরকম হতে পারে। যেহেতু এগুলো খালি চোখে দেখা মুশকিল তাই এর প্রতিরোধ করা সহজ হয় না।
অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও টেরিটরিতে কোন ধরনের পোকামাকড় থাকে তা সাধারণত সেখানকার বৈচিত্র্যময় জলবায়ুর উপর নির্ভর করে।
গ্রীষ্মমন্ডলীয় উত্তরাঞ্চলগুলোয় উষ্ণ জলবায়ুর কারণে সেখানে প্রায় সারা বছরই কীটপতঙ্গের উপদ্রব থাকে।
এর বিপরীতে দেশের বাকি অঞ্চলগুলোয় সারা বছরই ইঁদুর দেখতে পাওয়া যায়। সেখানকার শীতল আবহাওয়া সেগুলোকে বাড়ির ভেতরে ঢুকতে উৎসাহী করে, এবং এর ফলে সেখানে তাদের উৎপাতও বেড়ে যায়।

কীটপতঙ্গের উপদ্রব ঠেকাতে যখন কোনো টেকনিশিয়ানকে ডাকবেন, তখন এ ব্যাপারটি নিশ্চিত করা প্রয়োজন যে তারা সার্টিফাইড কিনা।
অস্ট্রেলিয়ান এনভারনমেন্টাল পেস্ট ম্যানেজারস অ্যাসোসিয়েশন বা এইপিএমএ হচ্ছে শহুরে পরিবেশে কর্মরত পেশাদার পেস্ট ম্যানেজারদের শীর্ষ সংস্থা। এর সদস্যরা পেস্ট কন্ট্রোল কার্যক্রমের জন্যে লাইসেন্সপ্রাপ্ত এবং বীমাকৃত।

এইপিএমএ বোর্ড সদস্য রব বোশমা বলেন, র্যাট এবং মাইসের ব্যাপারে একটি সাধারণ ভুল প্রচলিত রয়েছে।
মি. বোশমা বলেন, ইঁদুরের উপদ্রব ঠেকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিরোধ।
জনসাধারণকে সচেতন করতে তিনি বাড়ির পরিবেশ-পরিস্থিতির কিছু রূপরেখা দিয়েছেন যা সাধারণত ইঁদুরকে আকর্ষণ করে।

সরাসরি স্বাস্থ্যের প্রতি ঝুঁকি না হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড জুড়ে বাড়ির মালিকদের জন্য শীর্ষ উদ্বেগের বিষয় হচ্ছে ঘুণ বা উইপোকা।
এরা সাধারণত কাঠের মধ্যে পাওয়া যায় এমন কিছু উপাদান খেয়ে বেঁচে থাকে। তাই শুরুতেই যদি এদের শনাক্ত না করা যায় তাহলে কাঠ-নির্মিত বাড়ির কাঠামোর মারাত্মক ক্ষতি করতে পারে।
এবং উষ্ণ ও শীতল সব মাসগুলোয়ই এদের আক্রমণ হতে পারে।
ভাড়াটেদের ক্ষেত্রে, যদিও তাদের জীবনযাত্রার ধরনের কারণে কীটপতঙ্গের উপদ্রব শুরু হতে পারে, তবে উইপোকার সমস্যা নির্ণয় ও নির্মূল করা সাধারণত বাড়ির মালিকদের দায়িত্বের আওতায় পড়ে।
তবে যে-কোনো ক্ষেত্রেই কীটপতঙ্গের উপদ্রব মোকাবেলার জন্যে বাড়ির প্রোপার্টি ম্যানেজারের সাথে আলোচনা করার পরামর্শ দেন মি. বোশমা।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন
Pesticides contain active ingredients that can harm humans and symptoms of pesticide poisoning occur within two days of exposure.
If you have been poisoned by pesticides, or suspect pesticide poisoning you should call the Poisons Information Centre on 13 11 26.
In an emergency call triple zero (000) for an ambulance.








