মূল বিষয়:
- জেপি হিসেবে নিযুক্ত ব্যক্তিরা আইনি নথি স্বাক্ষরের সময় বা তার প্রত্যয়িত অনুলিপি তৈরির সময় স্বাক্ষর প্রত্যক্ষ করার অনুমতি-প্রাপ্ত হন।
- আপনার এলাকার এমন একজন জেপি আপনি খুঁজে পেতে পারেন যিনি আপনার ভাষায় কথা বলেন।
- জেপি-রা স্বেচ্ছাসেবক—তাঁদের সেবার জন্য তাঁরা কোনো পারিশ্রমিক নিতে পারেন না।
অস্ট্রেলিয়ায় থাকাকালীন জীবনের কোনও এক পর্যায়ে আমাদেরকে একজন জাস্টিস অব দ্য পিস বা জেপি (JP)-এর সহায়তা নিতে হতে পারে। সেটা হতে পারে বীমার দাবি দাখিলের জন্য, বিয়ে বা তালাকের প্রক্রিয়ায়, অথবা আপনার ভাষার কোনো আইনি নথির ইংরেজি প্রতিলিপি প্রত্যয়ন করাতে।
জাস্টিস অব দ্য পিস—বা সংক্ষেপে জেপি (JP)— জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে সহায়তা দিতে পারেন। আইনি নথিপত্র নিয়ে কারও সাহায্যের প্রয়োজন হলে সেটির গুরুদায়িত্ব তাঁদের উপর অর্পিত হয়েছে।
বেভারলি অ্যালি হচ্ছেন জাস্টিসেস অব দ্য পিস অ্যাসোসিয়েশ, এসিটি-এর প্রেসিডেন্ট। তিনি বলেন, জাস্টিস অব দ্য পিস বা জেপি হলেন একজন নিযুক্ত ব্যক্তি, যাঁকে বিভিন্ন কাজ করার জন্য সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে—বিশেষ করে নানান ধরনের নথিপত্রে স্বাক্ষরের সময় অনুমোদিত সাক্ষী হিসেবে দায়িত্ব পালনের জন্য।
জেপি-রা হলেন সমাজের বিশ্বাসভাজন সদস্য, যাঁদের প্রতিটি স্টেট বা টেরিটরির সরকার কঠোর আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে।
জেপি -রা তাঁদের সেবার জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করতে পারেন না।
তাঁরা স্বেচ্ছাসেবক, যাঁরা অন্যদের সাহায্য করার এক অভিন্ন দায়বোধ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন।

A JP can stamp your document to certify that it is a true and correct copy of your original document. Source: Getty / StockPlanets
অনেক ক্ষেত্রেই আইনি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু নথিতে জেপি-এর স্বাক্ষর থাকা আবশ্যক—যাতে প্রমাণ হয় আপনার স্বাক্ষরটি সঠিক, যে তথ্য দিয়েছেন তা নির্ভরযোগ্য, এবং প্রত্যয়িত কোনো অনুলিপি মূল নথির সঠিক প্রতিলিপি।
সহজ কথায়,
জেপি-রা আপনার আইনি কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে নিতে আপনাকে সাহায্য করেন।
আপনার পরিচয়পত্রের প্রত্যয়িত অনুলিপি পেতে হলে, আপনাকে সেগুলোর মূল নথিপত্র—যেমন ড্রাইভার্স লাইসেন্স, পাসপোর্ট, জন্ম সনদ, মেডিকেয়ার কার্ড বা একাডেমিক রেকর্ড—উপস্থাপন করতে হবে, এমনটাই বলেন মিজ অ্যালি।
নথিপত্রের ধরন যেমনই হোক না কেন, একজন জেপি-কে অবশ্যই আপনার পরিচয় যাচাই করতে হবে—তাই জেপি-র কাছে যাওয়ার সময় সঙ্গে করে অবশ্যই একটি ফটো আইডি, যেমন পাসপোর্ট বা ড্রাইভার্স লাইসেন্স নিয়ে যেতে হবে।
অ্যালান লিউং পেশায় একজন হিসাবরক্ষক। জেপি হওয়ার আগে তাঁর কাজের অংশ হিসেবেই তিনি নিয়মিত সাধারণ মানুষের নথিপত্র প্রত্যয়ন করতেন।
জীবনের নানা ক্ষেত্রের মানুষ অ্যালান লিউং-এর সঙ্গে যোগাযোগ করেন তাঁদের নথিপত্র প্রত্যয়নের জন্য—আর সেই কারণগুলিও হয় নানান রকমের।

You must sign a stat dec in the presence of an authorised witness such as a JP. Credit: MTStock Studio/Getty Images
স্ট্যাট ডেক হলো একটি লিখিত ঘোষণা, যেখানে বলা হয় যে প্রদত্ত তথ্য সত্য ও নির্ভুল। এটি অবশ্যই একজন অনুমোদিত সাক্ষীর সামনে স্বাক্ষর করতে হয়—যেমন একজন জেপি-এর সামনে।
তবে মনে রাখতে হবে যে জেপি-রা তাঁদের কাছে আসা প্রতিটি কাগজেই স্বাক্ষর করতে পারেন না
বলেন মি. লিউং।
জাস্টিস অব দ্য পিস (JP)-এর তুলনায় নোটারি পাবলিক হচ্ছেন একজন আইনি পটভূমিসম্পন্ন পেশাদার ব্যক্তি, যাঁর দায়িত্বও অনেক বেশি—এবং তাঁরা তাঁদের সেবার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন।

You can search for a JP by location, availability, language and even name. Source: Getty / SrdjanPav
উদাহরণস্বরূপ, কারও হয়ত মেলবোর্নে এমন একজন জেপি প্রয়োজন যিনি নির্দিষ্ট কোনো ভাষায় কথা বলেন।
অস্ট্রেলিয়ার অধিকাংশ স্টেট ও টেরিটরিতেডকুমেন্ট সাইনিং সেন্টার বা জেপি সাইনিং ডেস্ক থাকে, যেখানে নির্দিষ্ট সময়ে জেপি-রা কর্তব্যরত থাকেন। সেখানে যেতে হলে কোনও অ্যাপয়েন্টমেন্ট লাগে না।
ডিন বেক মেলবোর্নে একটিডকুমেন্ট সাইনিং সেন্টার -এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এটি একটি কার্যকর ও ব্যবহারিক ব্যবস্থা, বিশেষ করে তাঁদের জন্য যারা নিরাপদ পরিবেশে জেপি-এর মাধ্যমে তাঁদের নথিপত্রে সাক্ষ্য, প্রত্যয়ন বা স্বাক্ষর করাতে চান।
মনে রাখবেন, শুধু ‘find a JP’ লিখে সার্চ করলেই আপনি আপনার নিকটতম ডকুমেন্ট সাইনিং সেন্টার সহজেই খুঁজে পেতে পারেন।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে australiaexplained@sbs.com.au -এ আমাদের ইমেল করুন।