পথচারী নিরাপত্তা সাধারণত পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকার সাথে সম্পর্কিত হলেও এনআরএমএ(NRMA)-এর সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ দিমিত্রা ভ্লাহোমিট্রোস বলেন, আমরা কেবল এটির উপর নির্ভর করতে পারি না।
অস্ট্রেলিয়ার পেডেস্ট্রিয়ান আইন কিছু মানুষের কাছে কঠোর মনে হতে পারে; কিন্তু, সেগুলো রাস্তা এবং ফুটপাতে চলাচলকারী সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই প্রনয়ণ করা হয়েছে। রয়্যাল অটোমোবাইল ক্লাব অব ভিক্টোরিয়ার পলিসি প্রধান জেমস উইলিয়ামস বলেন, পথচারীর আইনি সংজ্ঞা বিস্ময়করভাবে অনেক বিস্তৃত।
সামান্য কিছু বৈচিত্র্য ছাড়া আইনগুলি স্টেট এবং টেরিটোরি ভেদে সাধারণ নীতিমালা দ্বারা পরিচালিত হয়। তবে মিজ ভ্লাহোমিট্রোস জানান, দেশজুড়ে পথচারীরা প্রতিদিন নিয়ম না মেনে রাস্তা পারাপারের সময় ধরা পড়েন।

এই আইনটি সম্পূর্ণ অস্ট্রেলিয়া জুড়ে প্রযোজ্য। রেড লাইট ক্রস করা বা রেড লাইট থেকে ২০ মিটার দূরত্বে রাস্তা পার হওয়াকে সাধারণত জেইওয়াকিং বলা হয়।
পেডেস্ট্রিয়ান কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার সিইও এবং প্রতিষ্ঠাতা হ্যারল্ড স্ক্রুবি বলেন, জয়ওয়াকিং একটি ধার করা শব্দ।
এনএসডব্লিউতে(NSW) ফ্ল্যাশিং রেড লাইট পার হওয়া শুরু করলেও আপনার জরিমানা হতে পারে। যখন কোনো ট্রাফিক লাইট নেই তখন সাদা স্ট্রাইপের ‘জেব্রা ক্রসিং’ খুঁজে নিন। যেক্ষেত্রে পথচারীরা গাড়ির পূর্বে পারাপারের অগ্রাধিকার পাবে।
জেব্রা ক্রসিং কখনও কখনও হাম্পের উপর আঁকা হয় যাকে ‘ওয়ামব্যাট ক্রসিং’ বলা হয়।
মিজ ভ্লাহোমিট্রোস বলেন, এটি প্রায়ই বিভ্রান্তির কারণ হয় কারণ এটি দেখতে ট্রাফিকের গতি কমাতে ডিজাইন করা একটি স্পিড হাম্পের মত।
স্পিড হাম্পের চারপাশে বেড়া বা একটি ‘নো পেডেস্ট্রিয়ান এক্সেস’ সাইন থাকতে পারে। স্পিড হাম্পে জেব্রা ক্রসিং-এর স্ট্রাইপ থাকে না এবং তার পরিবর্তে পিয়ানোর কী-এর মত দেখতে অসমান সাদা চিহ্ন থাকে।
মিস্টার উইলিয়ামস বলেন, কিভাবে আপনি রাস্তা পারা হবেন তা সমানভাবে গুরুত্বপূর্ণ।
অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের কথা বিবেচনা না করে হাঁটাও অপরাধ।
মিস্টার উইলিয়ামস আরও বলেন, আপনি জেনে অবাক হতে পারেন যে রাস্তায় হাঁটার জন্যও আপনার জরিমানা হতে পারে।

কিছু ক্ষেত্রে পথচারীদের অগ্রাধিকার রয়েছে। উদাহরণস্বরূপ, ড্রাইভারদের রাস্তা থেকে একটি ড্রাইভওয়েতে মোড় নেওয়ার সময় এবং ক্রসিংয়ে পথচারীদের গিভওয়ে বা অগ্রাধিকার দিতে হবে।
সাধারাণত পেডেস্ট্রিয়ান আইন রাজ্য এবং অঞ্চলের ভেদে সমান এবং জরিমানা আপনার বসবাসের স্থানের উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে।
উদাহরণস্বরূপ, মিস্টার উইলিয়ামস সতর্ক করে জানান ভিক্টোরিয়ায় জরিমানার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেশি।
যদিও এমন নয় যে, পথচারীর সকল ভুল আচরণের জন্য জরিমানা দিতে হয়। নিজের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং তা কেবল ভালো আচারণ অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব।
বর্তমানে, আগের যেকোনও সময়ের তুলনায় বেশি সংখ্যক মানুষ ট্রাফিক বা যানবাহন উপেক্ষা করে রাস্তা পার হচ্ছেন তাঁদের মোবাইল ডিভাইস ব্যবহার করতে করতে। হ্যারল্ড স্ক্রুবি বলেছেন, স্মার্টফোন 'পেডেস্ট্রিয়ান জম্বিসে' আসক্ত মানুষ তৈরি করেছে।

কিছু কিছু স্থানে, অমনোযোগী হয়ে রাস্তা পারাপারের জন্য জরিমানার বিধান রয়েছে; তবে এই বিষয়ক আইনগুলি অস্পষ্ট। অস্ট্রেলিয়ার পেডেস্ট্রীয়ান কাউন্সিল আইনের বাস্তবায়নের জন্য জোর দিচ্ছেন, যা বেখেয়াল ভাবে রাস্তা পারাপারকে অপরাধ হিসেবে বিবেচনা করে।
আপনার স্টেট বা টেরিটোরিতে রাস্তায় চলাচলের নিয়মাবলী জানার জন্য ন্যাশনাল ট্রান্সপোর্ট কমিশনের ওয়েবসাইট ভিজিট করুন।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla. আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।













